Aladin Bangla Lyrics Songs | বাংলা লিরিক্স

Aladin by song Lyrick - Rupankar Baghchi Lyrics

Aladin Bangla Lyrics Songs | বাংলা লিরিক্স

Singer Rupankar Baghchi
Music Rupankar
Song Writer Rupankar Baghchi

কতদূরে গেলে কাছে পাবো তোমাকে
ধীরে ধীরে ধারেকাছে পাবো তোমাকে
কতদূরে গেলে কাছে পাবো তোমাকে
ধীরে ধীরে ধারেকাছে পাবো তোমাকে
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন
হয়েছে অভিমানি কেন আমি জানি
পরে গেছি তুমি তবু যন্ত্রণায়
চুরি করে আমি ফেলতে চাই তোমায়
আমার এ বেঁচে থাকা তোমারি নামে লেখা
বুঝে নিলে তুমি বড্ড ভালো হয়
এসে যাবে এক গোলাপি সময়
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন
দেখেও দেখা নেই তো ঘুরেছি আমি কত
আগে পিছে আশেপাশে রোজ তোমায়
বারে বারে নিয়ে গেছি খোঁজ তোমায়
মুখে বলনা কিছু
চোখেরা নেবে পিছু
সারাদিন আমি দৌড়ে ফেলতে চাই
তুমি তুমি করে দৌড়ে মরতে চাই
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও?
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও?
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন
আছো কি দেখা দে আয়না সারা দিন
নিজেকে বানাতে আমার আলাদীন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ