Muhurto Bangla Lyrics । মুহূর্ত বাংলা লিরিক্স By Arnob

Muhurto Bangla Lyrics । মুহূর্ত বাংলা লিরিক্স By Arnob 

Muhurto Bangla Lyrics । মুহূর্ত বাংলা লিরিক্স By Arnob
Singer Arnob
Singer Arnob
Song Writer Tawfiq Riaz

মুহূর্ত কেন এতো বড়?
সময় কেন এতো ফাঁকা?
আকাশের সব দুঃখ কেন
দু চোখের জল দিয়ে ঢাকা?
মুহূর্ত কেন এতো বড়?(এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এত ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
মুহূর্ত কেন এতো বড়?(এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এত ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)
না না না (না না না)
না না না (না না না)
না না না (না না না)
না না না (না না না)
টিকটিকটিক ঠিক ঠিক ঠিক করে ঘড়ির কাটা চলে
টিক টিক টিক ঠিক ঠিক ঠিক বলে মন কাকে খোঁজে
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
মুহূর্ত কেন এতো বড়? (এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এতো ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)
মুহূর্ত কেন এতো বড়?
সময় কেন এতো ফাঁকা?
আকাশের সব দুঃখ কেন
দু'চোখের জল দিয়ে ঢাকা?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ