Kotobaro Bhebechinu Aponare Vuliya | কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া - Sahana Bajpaie Lyrics

Singer | Sahana Bajpaie |
Singer | Robindro Sangeet |
Music | Robindro Sangeet |
Song Writer | রবীন্দ্রনাথ ঠাকুর |
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী--
কেহ
জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ
দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥
0 মন্তব্যসমূহ