Amare Saria Re Bondhu Jaiyona | আমারে ছাড়িয়া রে বন্ধু যাইওনা |Arfin Rumey Lyrics

Amare Saria Re Bondhu Jaiyona | আমারে ছাড়িয়া রে বন্ধু যাইওনা |Arfin Rumey Lyrics

Singer Arfin Rumey
Singer Bangla Folk Song
Music Bangla Folk Song
Song Writer : Bangla Folk Song

আমারে ছাড়িয়া রে বন্ধু যাইওনা
তোমার লাগি পরান কান্দে
ঘরে মন বসে না রে বন্ধু ঘরে মন বসে না l

কোন বা দেশে থাকরে বন্ধু , কোথায় তোমার বাড়ি (২)
জানিনা তোর নাম ঠিকানা , কথায় তালাশ করি
সরল মমে এতো দাগা দিও না
তোমার লাগি পরান কান্দে
ঘরে মন বসে না রে বন্ধু ঘরে মন বসে না l


কোন বা দেশে যাবরে বন্ধু, তোমারি তালাশে (২)
আমি ঘরপুরা বলদের মত, ঘুরি দেশে দেশে
আগে জানলে এমন পিরিত করতাম না
তোমার লাগি পরান কান্দে
ঘরে মন বসে না রে বন্ধু ঘরে মন বসে না l


এত সাধের পিরিত বন্ধু ছাইড়া যাইবা যদি (২)
আমি সখ করিয়া হইলাম তোমার প্রেমেরও সারথি
দুই নয়নে শুইলে নিদ্রা আসে না
তোমার লাগি পরান কান্দে
ঘরে মন বসে না রে বন্ধু ঘরে মন বসে না l


সত্যই অসাধারণ , আমার পক্ষ থেকে ছোট্ট সংযোজন আর ভুল থাকলে কেও সংশোধন করে দেবেন.
গান টা কার একটু জানতে পারি?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ