Avijog | অভিযোগ | Tanveer Evan | Piran | Bangla Lyrics - Tanveer Evan & Benazir Lyrics

Avijog | অভিযোগ | Tanveer Evan | Piran | Bangla Lyrics - Tanveer Evan & Benazir Lyrics

Avijog | অভিযোগ | Tanveer Evan | Piran | Bangla Lyrics - Tanveer Evan & Benazir Lyrics
Singer Tanveer Evan & Benazir
Music Piran Khan
Song Writer Piran Khan

আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি?
আমার না বলা কথার ভাঁজে
তোমার গানের কত সুর ভাসে
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে
আমার হাতের আঙুলের ভাঁজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে
ভুলিনি তো আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি
আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে
এই পৃথিবীতে
তোমার পথে পা মিলিয়ে চলা
তোমার হাতটি ধরে বসে থাকা
আমার আকাশে তোমার নামটি লেখা
সাদার আকাশে কালো-আবছা বোনা
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে
আমার হাতের আঙুলের ভাঁজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ