Ei Shono Lyrics ( এই শোন লিরিক্স ) Anupam Roy- Bangla Lyrics - Anupam Roy Lyrics

Singer | Anupam Roy |
Song Writer | Abir Sengupta |
এই শোনো, তুমি শুনতে পাচ্ছো কি?
রাতের তারাগুলো গুনতে পারছো কি?
এই তোমার-আমার এক মলাটের রাত
আর শিশিরভেজা ছুঁয়ে দিলে হাত
যে পথে হেঁটে যাও
কখনো থেমে যাও
আসলে ভুলে যাও
কি পেতে চাও
তুমিও আমাকে
যেকোনো পোশাকে
ভালোবেসে ফেলেও
মুখ লুকাও
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
যত কাছাকাছি কাছে থাকা যায়
যদি একটা-দুটো ইচ্ছে রাখা যায়
তুমি ঘাসের ওপর যেই ফেলেছ পা
আমার অন্যকিছু ভালো লাগছে না, ও
যে পথে হেঁটে যাও
কখনো থেমে যাও
আসলে ভুলে যাও
কি পেতে চাও
তুমিও আমাকে
যে কোনো পোশাকে
ভালোবেসে ফেলেও
মুখ লুকাও
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
যে পথে হেঁটে যাও
কখনো থেমে যাও
আসলে ভুলে যাও
কি পেতে চাও
তুমিও আমাকে
যেকোনো পোশাকে
ভালোবেসে ফেলেও
মুখ লুকাও
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
যদি রেখে দিতে পারো
থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না
0 মন্তব্যসমূহ