Ghuri (ঘুড়ি) By Nemesis - Bangla Lyrics - Nemesis Lyrics

Singer | Nemesis |
Singer | Nemesis |
Music | Nemesis |
Song Writer | Nemesis |
আর একটু পথ যাওয়া বাকি
সময়কে ধরে রাখি
তোমার ওই মুক্ত হাসি
দেখবো তাই ফিরে আসি
ফিরে আসে চারি পাশে
আর একটু রাত জাগা বাকি
সময়ই দিবে ফাঁকি
জোনাকিদের লুকোচুরি
দেখাবে তারার ঘুড়ি
ফিরে আসে চারি পাশে
কি ভেবে তুমি ফিরে তাকাবে?
কি দেখে তুমি আমায় রাঙাবে?
কি বলে তুমি আমায় ভাবাবে?
নাকি ঘুড়ির মত আবার কোথাও হারাবে?
0 মন্তব্যসমূহ