Meye Meye-(মেয়ে )-Ayub Bachchu-Bangla Lyrics - Ayub Bachchu Lyrics

Singer | Ayub Bachchu |
Singer | LRB |
Music | LRB |
Song Writer | Ayub Bachchu |
মেয়ে তুমি কি দুঃখ চেনো Lyrics - Ayub Bachchu
মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি ঝড় কি বোঝ
বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ
বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি পথ কি চেনো
চেনো না
মেয়ে তুমি পথিক চেনো
চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি ঝড় কি বোঝ
বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে মেয়ে মেয়ে মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে তুমি বুঝবে কেমন করে আমাকে
চিনবে কেমন চিনবে কেমন চিনবে কেমন করে
চিনবে কেমন চিনবে কেমন চিনবে কেমন করে
মেয়ে চিনবে কেমন করে চিনবে কেমন করে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো
চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো
চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি ঝড় কি বোঝ
বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো
চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
0 মন্তব্যসমূহ