Nil Noyona (নীল নয়না) By LRB- Ayub Bachchu-বাংলা লিরিক্স - Ayub Bachchu Lyrics

Nil Noyona (নীল নয়না) By LRB- Ayub Bachchu-বাংলা লিরিক্স - Ayub Bachchu Lyrics

Nil Noyona (নীল নয়না) By LRB- Ayub Bachchu-বাংলা লিরিক্স - Ayub Bachchu Lyrics


Singer Ayub Bachchu
Singer LRB
Music LRB
Song Writer Ayub Bachcu

নীল নয়না
খুঁজে দেখো না,
ঐ চোখ দুটো আমার
তোমাকে খোঁজে

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

নীল জোছনা
এনে দেবো তোমায়
মুঠো মুঠো ভরে
যদি তুমি চাও

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

দুঃখ আমার
কত দিন কেটে যায়
তুমি কতদূরে
আছ কোথায়

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

নীল নয়না
খুঁজে দেখো না,
ঐ চোখ দুটো আমার
তোমাকে খোঁজে

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

ফেরারী এ মন আমার ফিরে আসে বারবার
তোমাকে পাবার আশায় এখানে।

নীল নয়না
ওওওও নীল নয়না




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ