Niyoti (নিয়তি) - Mechanix - bangla lyrics - Aftabuzzaman Tridib Lyrics
Singer | Aftabuzzaman Tridib |
Singer | Mechanix |
Music | Mechanix |
Song Writer | Aftabuzzaman Tridib |
নিয়তি, ভাঙ্গা গড়া মিছিলের ভিড়ে হারিয়ে তোমাকে
নিকষ কালো আঁধার ঘিরে তোমার অস্তিত্ব
বিলীন তুমি কি?
অপার সম্ভাবনার অসীম স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
সময়ের বাস্তবতায় হেঁটে চলা হতো এই হাত ধরে সময়েরই বাঁকে।
রদ্রু পথে বন্ধু সবুজ পথ মাড়িয়ে
হাসি আর বাতাসে যদি না হতো শেষ
আজও বসে আমি অজানা শহরে হেটে চলা হতো যদি এই হাত ধরে
অপার সম্ভাবনার অসীম স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সময়ের বাস্তবতায় হেঁটে চলা হত এই হাত ধরে সময়েরই বাঁকে।।
0 মন্তব্যসমূহ