Osru (অশ্রু) | Tanveer Evan | Naima Riya | Piran Khan - বাংলা লিরিক্স - Tanveer Evan & Riya Lyrics

Singer | Tanveer Evan & Riya |
Singer | Piran Khan |
Music | Piran Khan |
Song Writer | Tanveer Evan |
রাতের গভীরতারই মাঝে
হারিয়েছি আমি আমায়,
ভোরের আলো দেয়না দেখা
আঁধার আমায় কাঁদায়।
ছিলো সেইতো শেষ দেখা
জানি আসবেনা আর,
প্রতীক্ষায় কেন দাঁড়িয়ে
আজও আমি তোমার?
আজও আসো কল্পনায় আমার
নেই শুধু বাস্তবতায়,
ভাবনা কি ছিলো এই তোমার
এভাবে কাঁদাবে।
কাঁদি আমি আজও অঝোরে
দেখোনি তুমি একটিবারও ফিরে,
আছি আমি তোমারই পাশে
কেন তুমি নেই আমারই পাশে।
কেন নেই পাশে?
কেন নেই কাছে?
ছিল সেইতো শেষ দেখা
জানি আসবেনা আর,
প্রতীক্ষায় কেন দাঁড়িয়ে
আজও আমি তোমার।
0 মন্তব্যসমূহ