Jabo Megher Deshe (যাবো মেঘের দেশে)- CHITROPOT - Wrivu Mustafa Lyrics
Singer | Wrivu Mustafa |
Music | Safin Shudipto |
Song Writer | Safin Shudipto |
জানালার গরাদ বেয়ে,
যখন নেমে আসে চাঁদ,
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে
ফেরার আশায় আবার।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে
মানুষ জমেছে লাশকাটা ঘরে,
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে
হারিয়ে গেছে সব অন্ধকারে।
তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
যাবো মেঘের দেশে লিরিক্স - চিত্রপট ব্যান্ড :
Janalar gorad beye
Jokhon neme ashe chand
Obak somoy thaay dariye
Ferar ashay abar
Tokhon tumi ese dakbe amay
Jabo megher deshe dur paharay
Amar shohor orng hariyeche
Manush jomeche lashkata ghore
Megh gulo eshe rod muche geche
Hariye geche shob ondhokare
Tokhon tumi ese harale kothay
Jabo megher deshe aay phire aay
Amar shohor barte thake
Vishon rong bahare
E shohore apu durgara boddo onahare
Tokhon tumi ese dakbe amay
Jabo megher deshe dur paharay
0 মন্তব্যসমূহ