Uru Uru Mon - উড়ু উড়ু মন | By Aurthohin - Rajib Hasan Lyrics

Uru Uru Mon - উড়ু উড়ু মন | By Aurthohin - Rajib Hasan Lyrics

Uru Uru Mon - উড়ু উড়ু মন | By Aurthohin - Rajib Hasan Lyrics
Singer Sumon & Rafa
Singer Aurthohin
Music Aurthohin
Song Writer Rajib Hasan

আজ আকাশের মন খারাপ
ফিরবে না বাড়ি
কাঁদছে সে সকাল থেকে
সব নিয়েছে আড়ি
আজ আকাশের মন খারাপ
ফিরবে না বাড়ি
কাঁদছে সে সকাল থেকে
সব নিয়েছে আড়ি
সময় আর অসময়ে
কাঁদে সারাক্ষণ
আমি উড়ে বেড়াই নিয়ে
উড়ু উড়ু মন
ভেজা মাটি স্যাঁতসেঁতে
উদাসী মাতাল হাওয়া
শূন্য চোখে চেয়ে দেখি
তোমার আসা যাওয়া
একাকী ঘরে বসে বসে
কাটে না এই ক্ষণ
আমি উড়ে বেড়াই নিয়ে
উড়ু উড়ু মন
আকাশের মন খারাপ
আকাশের মন খারাপ
আকাশের মন খারাপ
আকাশের মন খারাপ
আজ আকাশের মন খারাপ
অপেক্ষার প্রহর গুনি
রঙ দেখবো বলে
অপেক্ষার প্রহর গুনি
রঙ দেখবো বলে
মিনতির স্বরে বলছি, শোনো
যাও, তুমি যাও চলে
হঠাৎ করেই আসো তুমি
ইচ্ছে খুশি যখন
আমি উড়ে বেড়াই নিয়ে
উড়ু উড়ু মন
আমি উড়ে বেড়াই নিয়ে
উড়ু উড়ু মন
আমি উড়ে বেড়াই নিয়ে
উড়ু উড়ু মন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ