Bhalobasha Baki - Popeye - Popeye Lyrics

Bhalobasha Baki - Popeye - Popeye Lyrics

  • Bhalobasha Baki - Popeye - Popeye Lyrics
Singer Popeye
Music Talat Minhaz
Song Writer Popeye

কিছুক্ষন থেকে যাও, যেও না এখনি,
তোমাকে দু'চোখ ভরে, দেখার আরো যে বাকি...
কাছে এসে জড়িয়ে ধরা বাকি,
ভালোবাসি তোমাকে, বলা বাকি,
যত ব্যথা তোমার নিজের করা বাকি,
এ জীবন তোমার নামে লেখা বাকি...

যখনি তুমি কাছে, সময় কাটে হেসে, লাগে জানালা তুমি, বদ্ধ এই মনে
বিষণ্ণতা কেটে যায় তোমারি ছোঁয়ায়, যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি,
একি সাথে সকাল দেখা বাকি,
সাগর তরে মিলে ভেজা বাকি,
যত কথা তোমার বলার, শোনা বাকি,
এ জীবন তোমার নামে করা বাকি...

রাঙ্গালে তুমি আবার ভালোবাসায়, মৃত প্রায় হৃদয়টাকে,
দেখালে স্বপ্ন সেসব, হয়নি সাহস কখনো দেখার আগে...
ছড়িয়ে দিলে আলো, ছিল আধারে যত,
তুমি এসে, তুমি হেসে পেয়ে তোমাকে
এত অপেক্ষা শেষে বলো,
আড়াল চোখের করি কি করে?

এখনোত, হাতে ধরা বাকি,
একি সাথে বিকেল হাটা বাকি,
চোখে চোখে, কথা বোঝা বাকি,
এ জীবন তোমার...
এ জীবন তোমার...
এ জীবন তোমার... নামে করা বাকি...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ