Koshto - Liberty - Rafa Lyrics

Koshto - Liberty - Rafa Lyrics

Koshto - Liberty - Rafa Lyrics
Singer Rafa
Music Avoidrafa
Song Writer


                                                      আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
                                                    উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
                                                        হার-জিত আজ এখানেই থাকুক

কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার
তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা
অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো
পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে
এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?…



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ