Opekkha by band Shohojia. Album:Rongmistree - Shohojia Lyrics
Singer | Shohojia |
Music | Shohojia |
Song Writer | Shohojia |
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
ওপারে আছো কি কেউ, কেউ?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
ওপারে আছো কি কেউ, কেউ?
আমি এপারে ডাকা ডাকি
আর কতটা একা থাকি?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানি না
তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা
দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানি না
তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা
তুমি ভালো আছো নাকি!
আর কতটা একা থাকি?
সব রঙ, সব রূপ চুপচাপ এঁকে যায় কোন সুর?
কত ঢেউ, কত গান আমি আর পাঠাবো কতদূর?
সব রঙ, সব রূপ চুপচাপ এঁকে…
0 মন্তব্যসমূহ