Pakhi - Shironamhin - Song Lyrics - Tanzir Tuhin Lyrics

Singer | Tanzir Tuhin |
Music | Ziaur Rahman Zia - Shironamhin |
Song Writer | Ziaur Rahman Zia |
শিরোনাম: পাখি
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
প্রকাশকালঃ ১৯৯৮
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
পাখি আনমনা বসে দেয়ালে, পাখি নির্বাক চোখ রাস্তায়,
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা,
তার আনমনা চোখ, অবুঝ চোখ মনের দরজায়, আঙুল রাখেনা।
কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে
তুমি গান গাও, তুমি শীষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা।
দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি…… তোমার পিছু।
Song Title: Pakhi (The Bird)
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Year of publication - 1998
A bird resting alone in the urban wall
Humming a song with her grey whimsy
Her left over careless whistle submits a complain
In the smoky air above the urban streets.
I didn’t watch or listen or say a lot of things
I didn’t know or understand though I rushed for you
The bird is resting on a wall, speechless eyes on the street
The warmth of the smoky city doesn’t increase
Her abstracted eyes, stupid eyes doesn’t knock the doors in our mind.
O bird, please bring some melody in our urban noise
Sing a song or whistle while resting on the urban wall.
Just forget the busy episodes of this city
I have come to you, please bring me freedom.
I didn’t watch or listen or say a lot of things
I didn’t know or understand though I rushed for you
I didn’t watch or listen or say a lot of things
I didn’t know or understand though I rushed… for you
Lineup:
Ziaur Rahman Zia: Bass
Tanzir Tuhin: Vocals
Kazi Ahmad Shafin: Drums
Tushar: Guitars
Prince: Keyboard
Farhan: Sarod
0 মন্তব্যসমূহ