Premi O Premi Bangla Lyrics - প্রেমী ও প্রেমী বাংলা লিরিক্স - By Udit Narayan & Sadhana Sargam

Premi O Premi Bangla Lyrics - প্রেমী ও প্রেমী বাংলা লিরিক্স - By Udit Narayan & Sadhana Sargam

Premi O Premi Bangla Lyrics - প্রেমী ও প্রেমী বাংলা লিরিক্স - By Udit Narayan & Sadhana Sargam
Singer Udit Narayan & Sadhana Sargam
Music Debendra Nath Chattopadhya
Song Writer Priyo Chattopadhyay

প্রেমী ও প্রেমী, দেখা দাও তুমি
তোমায় খুঁজে আশা, এই ভালোবাসা কি বুঝোনা!
প্রেমী ও প্রেমী, সাড়া দাও তুমি
তোমায় ডাকে আশা, এই ভালোবাসা কি শুনোনা।
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি, এই মনের মাঝে তুমি।।

এই পথে তুমি কি চলেছ কিছু আগে,
তোমারি সুরভি, ভাসেযে অনুরাগে।।
বলনা একা চলি কি করে!
বিরহ ব্যাথা ভুলি কি করে,
বলনা একা চলি কি করে!
বিরহ ব্যাথা ভুলি কি করে,
কেন হায় আজো দিলেন দেখা…

প্রেমী ও প্রেমী, দেখা দাও তুমি
তোমায় খুঁজে আশা, এই ভালোবাসা কি বুঝোনা!
প্রেমী ও প্রেমী, সাড়া দাও তুমি
তোমায় ডাকে আশা, এই ভালোবাসা কি শুনোনা।

এই মনে অন্তরে, তুমি যে শুধু তুমি
কি করে এই কথা তোমাকে জানায় আমি।
এই মনে অন্তরে, তুমি যে শুধু তুমি
কি করে এই কথা তোমাকে জানায় আমি ।
তোমারি ছবি দুচোখে ভাসে
সেদিনের কথা মনে যে আসে।
তোমারি ছবি দুচোখে ভাসে
সেদিনের কথা মনে যে আসে,
নিজেকে লাগে যে বড় একা…

প্রেমী ও প্রেমী, দেখা দাও তুমি
তোমায় খুঁজে আশা, এই ভালোবাসা কি বুঝোনা!
প্রেমী ও প্রেমী, সাড়া দাও তুমি
তোমায় ডাকে আশা, এই ভালোবাসা কি শুনোনা।
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি, এই মনের মাঝে তুমি।।

Post navigation



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ