PAPRI KENO BOJHENA - Mizan Lyrics

Singer | Mizan |
Music | TAPOSH FEAT. MIZAN |
Song Writer | AZAM KHAN |
শিরোনামঃ পাপড়ি কেন বোঝে না
কন্ঠঃ আজম খান
কথাঃ আজম খান
সুরঃ আজম খান
সারা রাত জেগে জেগে,
কত কথাই আমি ভাবি।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়,
কাটে শুধু বেদনায়।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না।
মায়া ভরা পৃথিবী ছেড়ে,
চলে যাবো চিরতরে।
সবাই চলে যায়,
কতটুকুই বা পায়।
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না…
0 মন্তব্যসমূহ