Tomake - Warfaze - Mizan Lyrics
Singer | Mizan |
Music | Warfaze |
Song Writer | Warfaze |
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়া ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পোড়াই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা পথে…
0 মন্তব্যসমূহ