BELA BOSE | চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ | ANJAN DUTTA Lyrics

Singer | Rishi Panda |
Singer | Rishi Panda |
Music | Rishi Panda |
Song Writer | Anjan Dutta |
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিং এই ওরা ১১০০ দেবে
তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না
এটা কি ২ ৪৪ ১১ ৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার এই নীল দেয়ালের ঘর
সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
এটা কি ২ ৪৪ ১১ ৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?
চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি
কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?
চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি
কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২ ৪৪ ১১ ৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯,
২ ৪৪ ১১ ৩৯,
দুরছাই ২ ৪৪ ১১ ৩৯, ২ ৪৪ ১১ ৩৯,
0 মন্তব্যসমূহ