Amar Haat Bandhibi | আমার হাত বান্ধিবি | Rishi Panda Lyrics

Amar Haat Bandhibi | আমার হাত বান্ধিবি | Rishi Panda Lyrics

Singer Rishi Panda
Singer Rishi Panda
Music Rishi Panda
Song Writer Sahana Bajpaie

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে?

আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল,
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল।
আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল,
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল।

আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি
অনুরাগ বান্ধিবি কেমনে?
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?

আমি না দিলাম কুলিতে কালি
কলঙ্কেরই জ্বালা,
না হয় হইলো সে মোরই
অঙ্গেরই মালা।
আমি না দিলাম কুলিতে কালি
কলঙ্কেরই জ্বালা,
না হয় হইলো সে মোরই
অঙ্গেরই মালা।

আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি
কপাল বান্ধিবি কেমনে?
আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি
কপাল বান্ধিবি কেমনে?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ