Bhalobashar Maane (ভালোবাসার মানে) By Tahsan-Bangla Lyrics - Tahsan Lyrics

Bhalobashar Maane (ভালোবাসার মানে) By Tahsan-Bangla Lyrics - Tahsan Lyrics

Singer Tahsan
Music Sajid Sarker
Song Writer Rifat

Bhalobashar Maane (ভালোবাসার মানে) By Tahsan-Bangla Lyrics - Tahsan Lyrics
ভালবাসা নয় তোমার জন্যে
শুধু আজকের দিনে
ভালবাসায় তুমি মিশে আছো
মিশে রবে প্রতিক্ষণে
আমার মাঝে অন্য রঙে
মন বলছে তাই তোমাকে
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে
তোমারই মাঝে অদেখা সুখে
ডুবে আছি যেন নিজেকে ভুলে
আদরে মাখা মায়াবী রাতে
তোমাকে ভাবি তাই
আমার মাঝে অন্য সুরে
মন বলছে তাই তোমাকে...
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে
স্বপ্ন চূড়ার স্পর্শ মেখে
দিন কেটে যায় তোমারই স্রোতে
ইচ্ছে করে উদাসী হয়ে
তোমাকে সাজাই
অন্য রঙে অন্য সুরে
মন বলছে তাই তোমাকে...
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস
ও চোখে তাকালে বেলা যায় যে থেমে
এতটুকুই বুঝি ভালবাসার
তুমি ভালবাসার এক অন্য জগৎ
প্রতিটা বেলাই ভালবাসার দিবস
হাসিতে কত সুর বাজে মনে
এতটুকুই বুঝি ভালবাসার মানে






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ