Valobashar Pongktimala (ভালোবাসার পংক্তিমালা) By Tahsan - Tahsan Lyrics

Valobashar Pongktimala (ভালোবাসার পংক্তিমালা) By Tahsan - Tahsan Lyrics

Valobashar Pongktimala (ভালোবাসার পংক্তিমালা) By Tahsan - Tahsan Lyrics
Singer Tahsan
Music Bonny Ahmed
Song Writer T.M. Sabbir

এক পা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ
এক পা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ
হঠাৎ এসে তুমি ধরেছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত
তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুকনো আকাশে মেঘ ছড়ালাম
দেখো ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখো ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি...
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম
এখন জানি আমি প্রেম মানে কি
এ যেন তোমার চোখে সব আকুতি
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি...
জীবন যেখানে যেমন ইচ্ছে মতো
আমিও স্রোতে ভেসেছি যখন তখন
ভুলেছি নিজেকে আমি এতোটা সময়
বুঝিনি কি যে আছে ভালবাসায়
এতদিনে জেনেছি ভালবাসা কি
এ যেন পরাজয়ে জয়ের অনুভূতি...
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
দেখ ঐ ভালোবাসা বাড়ালো আঙ্গুল
কোন এক ক্ষণে ভাঙালো সেই ভুল
চল সব ছুড়ে ফেলে জীবন আঁকি
বৃথা সব অজুহাত, তোমায় ভালোবাসি...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ