Bodh (বোধ) by Mechanix - বাংলা লিরিক্স - Doyeedt Annahaal Lyrics - Mechanix Lyrics

Singer | Mechanix |
Singer | Mechanix |
Music | Mechanix |
Song Writer | Doyeedt Annahaal |
পেছনে সীমান্ত রেখা
তুমি ও তোমাদের
জলীয় স্মৃতির দিগন্ত
ক্রমশ: ধোঁয়ায়...
যতটা জেনেছি তার সবটা
কোথাও ছিলেনা তবু
সবখানে তোমাদের নৈ:শব্দের
ক্ষত জাগে...
নিহত স্মৃতির প্রতি পাড়ে
বিগত মেঘের পথ
যতটা রোদ ঝলসানো
আলোয় বিদ্যুৎ ক্রোধ
সে পাহাড় ভেঙ্গে গেলে
তোমাদের সঘনো
মেঘের শেষে মুখোশবোধ
এই ধুলো ছায়া নিয়েছো আমার
বিক্ষত ভুলের নিরন্তর ক্ষতো
আমার আচড়ে কাঁটা মানুষ
নষ্ট হাতের নিচে তোমাদের মতো...
যা নিয়েছো তবু অশেষ শেষের
দিতে পারি এখনো পূর্ণ শূণ্যতা
আমাকে নিয়েছে ভূমি, কাঁদা জল
নয় তোমাদের সমাজ
বিচ্ছিন্ন সভ্যতা
আশাবাদি ভোরে বদলে যায় মুখ
অন্য কোথাও হয় পুরনো ঋতু
আবার নতুন ধুলোয় পায়ের চিহ্ন
চোখের ভেতরে শূণ্য অক্ষত
তুমি ও তোমাদের বিভাজ্য সময়
ডানায় নিভে যায় বিপরীত বিস্মৃতি
এইখানে স্থির জেগে আছি
এখন অন্তহীন ভোর আর
আমার গতি
ভ্রান্ত...
0 মন্তব্যসমূহ