Dhulo (ধুলো) - Tahsan - Bangla Lyrics

Dhulo (ধুলো) - Tahsan - Bangla Lyrics

 
Dhulo (ধুলো) - Tahsan - Bangla Lyrics

Singer Tahsan
Song Writer Tahsan

মরিচীকাগুলো হারিয়ে গেছে
সবকটা জানালার শির কেটে গেছে
তবু হয়নি দেখা চোখটা খুলে
আমার এ মন খোঁজে প্রকৃতি
আমার শিরায় ছন্দ খুঁজি
আমার প্রয়োজন উষ্ণতার
আমার প্রয়োজন তুমি
তোমার আমার অপূর্ণতা
ফেলে আসা স্রোতের পেলবতা
শুকিয়ে যাওয়া ঐ ক্রন্দন অসারতা
তুমি কোথায়, আমি কোথায়
বিপ্রতীপ কোণে
ধূলো, শুধু ধূলো
ধূলোমাখা এ জীবনে
এ জীবনে
এ জীবনে
মরিচীকাগুলো হারিয়ে গেছে
সবকটা জানালার শির কেটে গেছে
তবু হয়নি দেখা চোখটা খুলে
আমার এ মন খোঁজে প্রকৃতি
আমার শিরায় ছন্দ খুঁজি
আমার প্রয়োজন উষ্ণতার
আমার প্রয়োজন তুমি
তোমার আমার অপূর্ণতা
ফেলে আসা স্রোতের পেলবতা
শুকিয়ে যাওয়া ঐ ক্রন্দন অসারতা
তুমি কোথায়, আমি কোথায়
বিপ্রতীপ কোণে
ধূলো, শুধু ধূলো
ধূলোমাখা এ জীবনে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ