Ei Meghla Dine Ekla Lyrics by Anupam Roy Lyrics

Ei Meghla Dine Ekla Lyrics by Anupam Roy Lyrics

Ei Meghla Dine Ekla Lyrics by Anupam Roy Lyrics
Singer Anupam Roy
Song Writer Hemanta Mukhopadhyay

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ,
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
যুঁথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন,
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন৷

আজ আমি ক্ষণে ক্ষণে
কিযে ভাবি আনমনে,
আজ আমি ক্ষণে ক্ষণে
কিযে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ