জীবন চাইছে আরও বেশি | jibon Chaichhey Aaro Beshi Lyrics

Singer | Rishi Panda |
Singer | Rishi Panda |
Music | Rishi Panda |
Song Writer | Lakkhichhara |
ঘুরে ফিরে তাই একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু।
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।
আলো ঝলমলে সে সব রাত-দিনে
আমি খুজে দেখেছি,
ক্যান্টিনে কফি কাপের আড্ডাতে
সব কিছুই পেয়েছি।
লুকোচুরি প্রেম অলস বিরহে
মুছে গেছে কত দিন,
সব কিছুই পেয়েছি এই জিবনে
আজ সব বেরঙ্গিন।
মন ভরছে না আর তাতে
ছেড়ে দাও আজ আমাকে,
একঘেয়েমি আড্ডাতে
আছি নতুনের আশাতে...
ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বায়ে আগে পিছু।
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।
আরও পেতে চাই এই হৃদয় বলে
আশ মেটেনাতো কিছুতেই,
আমরাও আজ তোমাদের দলে
ঘর ছেড়েছি যে সকলেই।
টপ গিয়ারেতে ছুটছে যে গাড়ি
হাইওয়ে শুনছে রক ন রোল,
ব্যাক সিটে হাসছে অনুভূতি
ফিরে তাকালেই গন্ডগোল।
যাঁতাকল টানে আমাদের
কাঁটা ঘুরে চলে সময়ের,
একই নিঃশেষে জীবনে
ভালোবাসা হয় ক্ষনিকের ও..
তাই ঘুরে ফিরে তাই একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু।
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।
তবু আশা বেঁধে বুকে
কাছে ডাকছি তোমাকে,
দেখি রোদ্দুরের ফাঁকে
ওরে এই দুর্বিপাকে..
বলে যাবো আমি আজ সে কথা
মন খুলে সব কিছু,
এই জীবনের পরেও যে আছে
আরও বেশি কিছু।
ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বাঁয়ে আগে পিছু।
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।
0 মন্তব্যসমূহ