Ke Tomake Bashbe Bhalo | কে তোমাকে বাসবে ভালো | By Adverb - বাংলা লিরিক্স - Pranto williwaw Lyrics

Singer | Pranto williwaw |
Singer | ADVERB |
Music | Adverb |
Song Writer | Pranto williwaw |
কে তোমাকে
রাখবে ধরে অধরে
অমন করে কে তোমায়
বুঝতে জানে
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো
অমন করে কে শেখায়
বাঁচার মানে
আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে বাসবে ভালো।
কতশত চোখের জল
গাঁটবাধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতোন।
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতোন।
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে
আর এভাবে কত আমাকে রাখবে দূরে
আমার মতো কোথায় পাবে
কে তোমাকে অমন করে বাসবে ভালো।
0 মন্তব্যসমূহ