Kotodur | কত দূর | By Adverb - Bangla Lyrics - Pranto williwaw Lyrics

Kotodur | কত দূর | By Adverb - Bangla Lyrics - Pranto williwaw Lyrics

Kotodur | কত দূর | By Adverb - Bangla Lyrics - Pranto williwaw Lyrics
Singer Pranto williwaw
Singer Adverb
Music Adverb

কতদূর যেতে চাও, বলো
কতোটা সীমানা পেরিয়ে?
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
আমায় আর কতোটা বোঝাবে?
জানি আজও কথা হেসেই ওড়াবে
তবু কেন জানি অপারগ আমি
পড়ে থাকি তোমার মাঝে
তুমি যে ব্যবধান বলো
আমার কাছে তা বড্ড ঠুনকো লাগে
হয়তো অন্ধ বলতে পারো
আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে
মনের চিলেকোঠায় প্রেমের ঝাঁক
মেঘের গায়ে চোখ বোনে বৃষ্টির আবাদ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়
কেটে গেছে সব যেমন শীতের কুয়াশা
হারিয়ে গেছে চাদরে মোড়া দিন
রাতের কালো দিনের চেয়েও প্রখর ভীষণ লাগে
এক একটা দিন বছর যেমন তুমিহীন
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
রেখে দিও সযতনে যদি দেখা নাই হয়
ভেবে নিও আমি তোমাতেই অন্তরীণ
নেই আর কিছু বলা বাকি
এখন নগদে যা আসে চেপে রাখি
পড়ে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে
উত্তর বোবা
আমি রোজ বলি তুমি মুখ ফেরাও
মনে হয় এড়িয়ে যেতে চাও
তবু কেন যে পারি না সরে যেতে
নামে না স্থবিরতা
জানো কি তুমি?
মনের কাছে দূরত্ব কিছু নয়
তবু কেন জানি অপারগ আমি
মন তোমার মাঝে পড়ে রয়
তোমার মাঝে, তোমার মাঝে পড়ে রয়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ