Majhe Majhe Tor Kache Jene Sune Here Jai Lyrics | Kumar Sanu | Shreya Ghoshal | Bangla Lyrics - Shreya Ghoshal & Kumar Sanu Lyrics

Singer | Shreya Ghoshal & Kumar Sanu |
Music | Jeet Gannguli |
Song Writer | Prasen |
আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী
আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী
আজকে ঘুরি আয় অন্য দুনিয়ায়
রাত্রি-দিনের অন্তহীনের রূপকথায়
আজকে পাখি হই, চুপ জোনাকি হই
ইচ্ছে ডানায় সঙ্গে আমার চলবি আয়
মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
কখনোবা ছুঁয়ে ফেলে
কখনো হারিয়ে যায়
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
তুই না এলে আর
কী হবে আমার
সেসব কথা খুঁজতে গেলেই
কান্না পায়
যন্ত্রণা হাজার
করছে পারাপার
তোর দু'চোখের তোর চিবুকের
ব্যস্ততায়
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী
আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী
0 মন্তব্যসমূহ