Naam Chilo Na (নাম ছিল না)- Arnob Lyrics

Naam Chilo Na by Arnob - Shayan Chowdhury Arnob Lyrics

Naam Chilo Na by Arnob - Shayan Chowdhury Arnob Lyrics
Singer Shayan Chowdhury Arnob
Music Fuad
Song Writer Rajib Ashraf

তোমার জন্য সকাল দুপুর
বাজিয়ে কোনো বিষন্ন সুর
সন্ধ্যে বেলার যত্নে আঁধার
বুকে রাখে যেসব পাহাড়
বুকে রাখে যেসব পাহাড়

আমি তাদের ছায়ার মতো
তোমার খোঁজে অবিরত
শূন্যে হাঁটি শূন্যে ভাসি
না পাওয়া এক আজব ক্ষত
(শূন্যে হাঁটি শূন্যে ভাসি)
রাতের তারায় একলা হাসি

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না

শূন্যে নামি যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ
তোমার কি তা জানতে বারণ

শূন্যে নামি যখন তখন
তোমার খোঁজে কি অকারণ
আমার আশার মৃত্যু হলে
তোমার কি তা জানতে বারণ
তোমার কি তা জানতে বারণ

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না

তুমি তাদের নাম দিলে না
মনের ভুলে কেউ দিলো না
তোমার দেওয়া আমার কোনো
নাম ছিলো না ছিলো না
নাম ছিলো না ছিলো না



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ