Drishti Prodip Jele Bangla Lyrics | দৃষ্টি প্রদীপ জ্বেলে বাংলা গান | Mezbah Lyrics

Singer | Mezbah |
Singer | Different Touch |
Music | Different Touch |
Song Writer | Mezbah |
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো, মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেছি পাখা II
তুমি হীনা এ ভুবনে কিছু চাইনা
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মনদ্বীপ নিভে গেছে, আর জ্বলে না II
তুমি হারা এ জীবন ভালো লাগেনা
এ মনের বন্দরে ফিরে এসো না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই ।
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
0 মন্তব্যসমূহ