Ghum Bhanga Shohore Bangla Lyricas - ঘুম ভাঙ্গা শহরে বাংলা গান By Ayub Bachchu Lyrics

Ghum Bhanga Shohore Bangla Lyricas - ঘুম ভাঙ্গা শহরে বাংলা গান By Ayub Bachchu Lyrics

Ghum Bhanga Shohore Bangla Lyricas - ঘুম ভাঙ্গা শহরে বাংলা গান By Ayub Bachchu Lyrics
Singer Ayub Bachchu
Singer LRB
Music LRB
Song Writer Ayub Bachchu

একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে
আহা কী যে সুখ
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
স্বপ্নরা হারিয়ে যায়
সময়ের সাগরে
ব্যথার আবিরে
কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল
ঝরে ঝরে যায় আহা
জীবনেরও গান
হয় না সুরে গাওয়া
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
ছবি সব বিমূর্ত হয়
যায় না বোঝা যায় না
আশার ঝরনা
পায় না সুখের ঠিকানা
হতাশা শুধু
সাথি হয়ে যায় আহা
সে কিশোর এবার
জীবন ছেড়ে পালায়
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে
আহা কী যে সুখ
একদিন... হো...
একদিন... হো...
একদিন... হো...
একদিন... হো...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ