Kalboishakhi Bangla Lyrics | কালবৈশাখী বাংলা লিরিক্স | By Anupam Roy Lyrics

Kalboishakhi Bangla Lyrics | কালবৈশাখী বাংলা লিরিক্স | By Anupam Roy Lyrics

Kalboishakhi Bangla Lyrics | কালবৈশাখী বাংলা লিরিক্স | By Anupam Roy Lyrics

Singer Anupam Roy
Singer Anupam Roy
Music Anupam Roy
Song Writer Anupam Roy

কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
বেগুনি রঙে আমি
সাইকেল চালিয়ে তোমার বাড়ি
ঐ বাগানে দাঁড়িয়ে
ভুলে যাই কথা দরকারি
বেগুনি রঙে আমি
সাইকেল চালিয়ে তোমার বাড়ি
ঐ বাগানে দাঁড়িয়ে
ভুলে যাই কথা দরকারি
মুখ ফেরালে তুমি যেই
পর্দা টেনে রাখে জানলা
রেলগাড়ির ঐ বাঁশিতে
ছুটে চলে দূরপাল্লা
সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায়...
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
মেঘ করে আসে চোখে
ছাদ পেরিয়ে চলে যাও ছুঁলে
হাওয়া দিলে ফিরে এসো
Clip এ দড়িতে জড়াও চুলে
মেঘ করে আসে চোখে
ছাদ পেরিয়ে চলে যাও ছুঁলে
হাওয়া দিলে ফিরে এসো
Clip এ দড়িতে জড়াও চুলে
প্রেমিকের বিবরণ
Cassette এর ফিতে জড়িয়ে
বিয়েবাড়ির সাজে মন
শুধু পেন্সিল ঘুরিয়ে
সেইসময় দুপুর, আধঘুমে সবাই
তখন তোমার পাড়ায়...
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল কাল কাল কাল
কালবৈশাখী আসুক
আমার আজ বৈশাখী আসুক
আকাশ জুড়ে
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক
কাল বৈশাখী আসুক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ