Prithibita Naki Choto Hote Hote Bangla Lyrics | পৃথিবীটা নাকি ছোট হতে হতে বাংলা লিরিক্স By Tapas Das

Prithibita Naki Choto Hote Hote Bangla Lyrics | পৃথিবীটা নাকি ছোট হতে হতে বাংলা লিরিক্স By Tapas Das

Prithibita Naki Choto Hote Hote Bangla Lyrics | পৃথিবীটা নাকি ছোট হতে হতে বাংলা লিরিক্স By Tapas Das
Singer Tapas Das
Music Goutam Chatterjee, Pallab Roy
Song Writer Goutam Chatterjee

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে...
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে...
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়...
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা...
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার...
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়...
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে...
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ