Chip Nouko Lyrics ছিপ নৌকো BAngla Lyrics - Tahsan Lyrics
Singer | Tahsan |
Singer | Tahsan Khan |
Music | Tahsan || |
Song Writer | Tahsan || |
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
আড়াল দেয়াল রেখো না
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে,
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণায়
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে,
দেখো লাজুক লিরিক কল্পনা
আর অন্নক পৃথিবী এক সে সবার মতো নয়
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়
আর অন্নক পৃথিবী এক সে সবার মতো নয়
তাই লাজুক লিরিক গুলো
অগোছালো হয়ে রয়
অদ্ভুত তার ভুলগুলো চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নয়
তোমার বেথায় চোখটায় অবাক
তাই এমন মনে হয়
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নয়
তোমার দেখার চোখটাই অবাক
তাই এমন মনে হয়
অদ্ভুত এই ভুলগুলো চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
তুমিও আড়াল রেখো না
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণায়
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখো লাজুক লিরিক কল্পনা
0 মন্তব্যসমূহ