Bidhatari Ronge Aka - Vibe Lyrics

Singer - | Vibe |
Music - | Vibe |
Song Writer | Vibe |
Title: Bidhatari Ronge Aka
Band: Vibe
Album: Chena Jogot
আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি,
প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী
তাই মেঘে ঢাকা পড়া একাকী
চাঁদের স্নিগ্ধ আভায় মাতি
সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনায়
ব্যর্থতাতেই স্বার্থকতা নীল নদ মোহনায়
নীল নিয়ে যাচ্ছি আমি অন্য কোথায়
জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর…
আমি কোন এক পাখীর ডানায় আছড়ে পড়া রোদ,
আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ,
আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন
রঙে রাঙাই আমার দিন
আর অন্তহীন গ্লানির পথে পথে হাটি আমি
জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর…
আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায়…
0 মন্তব্যসমূহ