Dilona Dilona Nilo Mon Dilona | Bangla Lyrics

Dilona Dilona Nilo Mon Dilona - Shaha Alom Sarkar Lyrics

Dilona Dilona Nilo Mon Dilona | Bangla Lyrics
Singer Shaha Alom Sarkar
Music Bawul
Song Writer Shaha Alom Sarkar

দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
শাহ আলম সরকার।
গানঃ বাউলা

দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(২)
হয় না যে তার তুলনা ।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
চুল কালো আঁখি কালো...কাজল কালো আরো...
কাজলের চেয়ে কালোকি বলতে কি কেউ পারো।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো।(২)
হয়না যে তার তুলনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল...
কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল।(২)
আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,
কাশফুলের চেয়েও সাদা............
আমার ভাইকে বলোনা।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (২)
বৃক্ষ সবুজ ,তৃন সবুজ, সবুজ টিয়া পাখি।(২)
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি।
আমি যারে ভালো বাসি, টিয়ার চেয়েও সবুজ বেশি......(২)
বন্ধু রঙের বাসনা.........
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না ।
রক্ত রাঙ্গা , গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা......
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
রক্ত রাঙ্গা , গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা......
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
শাহ আলম সরকার কয় , আলতার চেয়েও রাঙা হয়।(২)
সোনা বন্ধুর ঠোঁট খানা।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না ।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(২)
হয় না যে তার তুলনা ।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (২)





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ