KENO KORLE EROKOM | কেন করলে এরকম | Rupam Islam Lyrics

Singer | Rishi Panda |
Singer | Rishi Panda |
Music | Rishi Panda |
Song Writer | Rupam Islam |
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে
দুঃস্বপ্নে দু'চোখ শাস্তি যাবজ্জীবন
কী করে ভুলি রাজকন্যাকে।
কেন করলে এ রকম, বলো ?
কেন করলে এ'রকম। (x2)
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে।
কেন করলে এরকম, বলো ?
কেন করলে এরকম। (x2)
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়
আহা হা হা..
যেতে দাও সে দিনের মত
আহা হা হা..
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা..
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ..
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা..
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা..
সেই দূর পাহাড়ের নীলিমায়
শুনি আজো সেই দূরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক
0 মন্তব্যসমূহ