নেশা বাঁধে বাসা আমার শরীরে | Awsamajik | Rishi Panda Lyrics

নেশা বাঁধে বাসা আমার শরীরে | Awsamajik | Rishi Panda Lyrics

Singer Rishi Panda
Singer Rishi Panda
Music Rishi Panda
Song Writer HOD

নেশা বাঁধে বাসা আমার শরীরে
আটকে থেকে আশা মনের গভীরে
ক্ষতে ভরা জীবন কষ্টের এ সময়
বেওয়ারিশ স্বপ্ন খুঁজে চলে পরিচয়

আশায় মরে চাষা আর গরীবে গোনে সুদ
গণতন্ত্রের নামে দেশে চলছে আজো হরির লুট
পাপী এ দুনিয়া শালা পুরা জোচ্চোর তা ভরা
প্রতি রাতে তোর স্বপ্ন আজও আমি করে তাড়া

অনাথ করেছে ভগবান বয়স আমার যখন ২২
বাইপাস আমার বারান্দা ঠিকনা paradise
ভাই তোর Small Town Rapper নিয়ে Brand new Style
বাউলের বাংলায় আমার জন্ম তাই বাংলায় Hip-hop গাই

বেকার চেষ্টা করিস না হবে তোদের মাথা নষ্ট
ভস্ম হবি তোরা দ্যাখ আমি মহাকালের ভক্ত
বোঝা শক্ত আমাকে আমি নিজের mood এ চলি
বীট এর সাথে নিজের মনের কথা বলি

Dont judge me Bi**th আস্তে পারবি না অওকাদ এ
কালো আমার ইতিহাস তাই লিখি কালো রাতে
গাড়ি বাড়ি সোনা দানা তোর কাছে দামি
যুদ্ধে আজকে আমি হাতিয়ার কলম আমার হাতে


আমি..
কারো কথা মানি না
কারো কথা শুনি না
কেউ বলে Psycho
কেউ বলে শালা কমিনা

I was born with Mic hold in my hand
আমাকে আজকে তোরা আটকাতে পারবি না

আমি..
কারো কথা মানি না
কারো কথা শুনি না
কেউ বলে Psycho
কেউ বলে শালা কমিনা

I was born with Mic hold in my hand
আমার লেবেল এ তোরা আস্তে আর পারবিনা

নেশা বাঁধে বাসা আমার শরীরে
আটকে থেকে আশা মনের গভীরে
ক্ষতে ভরা জীবন কষ্টের এ সময়
বেওয়ারিশ স্বপ্ন খুঁজে চলে পরিচয়

Yes, আমি Freak আমি অসামাজিক
বন্দি মন আজো তোর প্রেমের ও Addict
দুনিয়ার হিসেব আমি জীবন থেকেই শিখেছি
ভালোবাসায় মরতাম ভালোবাসাকেই আজ মেরেছি

মানি না ধর্মের ভেদ দেখিনা জাত পাত আমি
শব্দ দিয়ে গাঁথা আমার স্বপ্নের রাজপ্রাসাদ
নাজেহাল পরিবার দেখে কাম কাজ অভ্যাস আমার
বিষাক্ত তেজাব আমি, আমি কথাবাজ

নেশার দোকানে আমি ঘুমের সন্ধানে
আমার লাইন থেকে মাটির বাঁশির প্রত্যেকটা টানে তুমি
চাইনি তোর বেইমানি, চাইনি মিথ্যা আশ্বাস
বদলায় luck Top Hand আমার তিন টেক্কার তাস

মুখোশের আড়ালে সেজে তুই ভদ্রলোকের সাজ
গালি দিস পেছনে আবার আমার মতো হতে চাস
আকাশ জমিনের ফারাক তোর আমার দর্শনে
বাড়লে বাড় বাঁশের ঝাড় গুঁজে দেব পেছনে

(Chorus)
আমি..
কারো কথা মানি না
কারো কথা শুনি না..



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ