Sham Ongey Rai Onggo Heliya | শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া | Honsho Das Baul Lyrics

 

Sham Ongey Rai Onggo Heliya | শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া | Bangla Folk Song - Honsho Das Baul Lyrics

Singer Honsho Das Baul
Singer Bangla Folk Song
Music Bangla Folk Song
Song Writer Honsho das baul

আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো ..
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
ঐ রাধা বলে কিবা নাম
রাধা বলে কিবা নাম
কে গাহে অন্তরে গো
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

ঐ শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী
শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী
দেখিয়া রাই নয়নখানি
দেখিয়া রাই নয়নখানি
কী হলো আজ কানুর গো
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

এ কী ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে
এ কী ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে
হংস কহে সদানন্দের
চরণ রেখো মাথে গো
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছেন শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ