Vob Shagorer Nayia | ভব সাগরের নাইয়া |Baul Shah Abdul Karim Lyrics

 

Vob Shagorer Nayia | ভব সাগরের নাইয়া |Baul Shah Abdul Karim Lyrics

Singer Baul Shah Abdul Karim
Singer Bangla Folk Song
Music Bangla Folk Song
Song Writer Baul Shah Abdul Karim

ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া!..
একদিন তুমি যাইতে হবে এই সমস্ত থইয়া রে
পরার ধন লইয়া..
পরার ঘরে বসত করো, পরার অধীন হইয়া,
আপনি মরিয়া যাইবায় এই ভব ছাড়িয়া রে..
পরার ধন লইয়া..
ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া..
কী ধন লইয়া আইলায় ভবে?
কি ধন যাইবায় লইয়া?
ভবে এসে ভুলে গেলায় ভবের মায়া পাইয়া রে..
পরার ধন লইয়া..
ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া..
বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া,
কালসাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে..
পরার ধন লইয়া..
ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া..



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ