আহ্বান (Ahoban) - Mechanix -Bangla lyrics - Aftabuzzaman Tridib Lyrics
Singer | Aftabuzzaman Tridib |
Singer | Mechanix |
Music | Mechanix |
Song Writer | Sheikh M Reaz |
এ পথ হারাবার নেই কোনো ভঁয়
না জেনেও আমার ঠিকানা
এ পথ চলেছি একা নিজের ছায়ায়
হবে কি সাথী মোর পথ চলায় ?
চলো না হারিয়ে যাই মহাকালের বিজয়ের গানে শৃংখলহীন পথে
আমার আহবান রেখে যায় কোন পুরনো গান নতুন সুরে নতুন এক কেতনে
এ পথ হারাবার নেই কোনো ভঁয়
না জেনেও আমার ঠিকানা
এ পথ চলেছি একা নিজের ছায়ায়
হবে কি সাথী মোর পথ চলায় ?
তবু দেখো নই আমি পরাজিত
চলেছি সূর্যের পানে হয়ে অপরাজেয়
যদি কখনো আমি হারিয়ে যাই মহাকালে
মনে রেখো তুমি এ গান সময়ের আহবানে
চলো না হারিয়ে যাই মহাকালের বিজয়ের গানে শৃংখলহীন পথে
আমার আহবান রেখে যায় কোন পুরনো গান নতুন সুরে নতুন এক কেতনে
0 মন্তব্যসমূহ