Mlanchitro (ম্লানচিত্র) - By Mechanix - বাংলা লিরিক্স - Sheikh M Rea Lyrics

Mlanchitro (ম্লানচিত্র) - By Mechanix - বাংলা লিরিক্স - Sheikh M Rea Lyrics

Mlanchitro (ম্লানচিত্র) - By Mechanix - বাংলা ল্যারিক্স - Sheikh M Rea Lyrics
Singer Aftabuzzaman Tridib
Singer Mechanix
Music Mechanix
Song Writer Sheikh M Rea

দেখছি শুধু পচন ধরা সমাজের চিত্র
মনুষ্যত্বের হারানো গল্পে ছেয়ে গেছে মানচিত্র
জীবন এখন অনেক মেকী মিথ্যের কাব্যে
হতাশার চাপা মিছিলে ক্রোধের দাবানলে

ভয়ের শহরে আমরা সবাই মুখোশের আড়ালে
বেচে থাকার আশা খুজি অন্যের জীবনে
হারিয়ে গেছে তোমার সম্ভ্রম
হারিয়ে গেছে কোন মা
ক্ষমতায় থাকতে হবে তাই কুপিয়ে ভালবাসা

ধর্ম এখন শুধুই ব্যবসা
হতে চাই আমি লিডার
শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে

কোন পথে আমরা ছুটেছি
মানবতার দেয়াল ভেঙ্গে
স্বাধীনতার রঙ্গিন খোলস এখন
ভাসছে দেখো এই ম্লানচিত্রে

দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?

মানুষ এখন শুধু পন্য যান্ত্রিক কোলাহলে
ভালবাসা সে তো রঙ্গিন দৃষ্টির রেস্টুরেন্ট
বোকা বাক্সে বন্দী জীবন লাইক আর স্ট্যাটাসে
ক্যাসিনোতে উড়ছে টাকা সাধারণ জনগণের

গণতন্ত্র এখন শুধু ফেসবুকের স্ট্যাটেসে
বাক্স্বাধীনতার পরোয়া করি না ক্ষমতার দাপটে
আর কত রক্তে তুমি কিনবে স্বাধীনতা
নেশা আর টাকার লোভে আসুক পরাধীনতা

ধর্ম এখন শুধুই ব্যবসা
হতে চাই আমি লিডার
শান্তি খোজে পথ যুদ্ধের কোরাসে

কোন পথে আমরা চলেছি
মানবতার দেয়াল ভেঙ্গে
স্বাধীনতার রঙ্গিন খোলস এখন
ভাসছে দেখো এ ম্লানচিত্রে

দেখছি সবই আমি নিথর কোন ব্যর্থ কবি
আমার চিৎকার শুনতে কি পাও এ গানে?
তবে কি আমরা সবাই মুক্তির পথ ভুলে
হয়ে রবো ম্লানচিত্রের কৃতদাস?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ