Chinno Prishtha (ছিন্ন পৃষ্ঠা) - By Mechanix - bangla lyrics- Irfan Rafi Lyrics

Chinno Prishtha (ছিন্ন পৃষ্ঠা) - By Mechanix - bangla lyrics- Irfan Rafi Lyrics

Chinno Prishtha (ছিন্ন পৃষ্ঠা) - By Mechanix - bangla lyrics- Irfan Rafi Lyrics


Singer Aftabuzzaman Tridib
Singer Mechanix
Music Mechanix
Song Writer Irfan Rafi

সীমান্ত ঘেষে আছঁড়ে পড়ে কালো স্রোত
ভেসে আসে খণ্ডিত প্রাণের অভিশাপ
নিরব আক্রোশ কোটি অস্তিত্ব বিলীন
মুখ থুবড়ে পড়ে বিকলাঙ্গ ইতিহাস


সভ্যতার কেতনে একি শান্তির নিশান
দিক দিক জ্বালি মনুষ্যত্বের উদ্ধাত্ত মশাল
কাটেনি তবু কালো অন্ধকার বিভীষিকা
নিভে যায় নি শোষণের লেলিহান শিখা


অদৃশ্য কৃত্যের আশ্রয়
বিকৃত সহস্র অসাড় দেহ
পাথর সাথে নিথর চাহনি নিভে শেষ
জন্মেছে আরেকটি করুণ অভুদয়।।


ভ্রুণে বিষাক্ত বীজ
উল্কার বেগে হারায় শূন্যে
ছড়িয়ে পড়ে বীভৎসতার অনুগত ভ্রুণ সৈনিক
ধ্বংসের নেশায় মিশে যায় রক্ত মানুষের দেহে
এ প্রজন্ম ধূপের মত ধুকে ধুকে হয় নিঃশেষ


দমনের আগ্রাসন ভেঙ্গেছে স্মৃতির প্রাচীর
জ্বলে ওঠার আগেই নিভে গেছে সহস্র দ্বীপ
জ্বলে অতিকায় বদ্ধ ভূমি নির্দিধায়


অদৃশ্য কৃত্যের আশ্রয়
বিকৃত সহস্র অসাড় দেহ
পাথর সাথে নিথর চাহনি নিভে শেষ
জন্মেছে আরেকটি করুণ অভ্যুদয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ