Dhandar thekeo jotil tumi | ধাঁধার থেকেও জটিল তুমি | - Gorer Math / Mohiner Ghoraguli Lyrics

Dhandar thekeo jotil tumi | ধাঁধার থেকেও জটিল তুমি | - Gorer Math / Mohiner Ghoraguli Lyrics

Singer Gorer Math / Mohiner Ghoraguli
Singer Gorer Math / Mohiner Ghoraguli
Music Gorer Math / Mohiner Ghoraguli
Song Writer Joyjit Lahiri

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট

স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

গুনগানের হাজার বুলি শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন রঙ সবই অস্পষ্ট

সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পার?
চিনতে যদি পেরেই থাকো ঘেন্না কর ঘেন্না কর



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ