Jokhon nirobe dure | যখন নীরবে দূরে | Rishi Panda | Anindya Bose Lyrics

Jokhon nirobe dure | যখন নীরবে দূরে | Rishi Panda | Anindya Bose Lyrics

Singer Rishi Panda
Singer Rishi Panda
Music Rishi Panda
Song Writer Sohor Band

যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে। (x2)
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিড়ে
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা।

যখন রোদেরই কনা ধানেরই শিষে
বিছিয়ে দেয় রোদ্দুর (x2)
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি ভুলে যাওয়া কবিতারা।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা ..



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ