Odbhuture Tumi - Rafa Lyrics

Singer | Rafa |
ধরো যদি এমন হয় বিরাট কোনো শূণ্য মাঠে
অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি
আকাশটাতে নীল নেই
মৃত ডালে
সবুজ নেই
ধরো যদি এমন হয় ঘুম ভেঙ্গে পেয়ে গেলে
সাজানো ঘরগুলো খুব নিরব আর খালি
গোছানো সেই স্বপ্নরা নেই
দেয়ালে ঝুলানো হাসি মুখ
আর নেই
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে
খুজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়
নাকি বলবে নেই সময়
ফিরে তাকানোর
অদ্ভুতুরে ভালোবাসার এটাই সরল সমীকরন
আসবে জানি আসবে তুমি, থাকবো না আমি তখন
চাইবে ভালোবাসতে বেশী, খুজবে সারাটাখন
নিয়ম ধরে হয়তো ফিরে
আসবো আমি
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে
এর-ই মাঝে হয় না, জেনো ভালোবাসার ছন্দপতন
0 মন্তব্যসমূহ