Ondho Jibon (অন্ধ জীবন) By Rafa

Ondho Jibon By Avoidrafa Lyrics

Ondho Jibon By Avoidrafa Lyrics
Singer Avoidrafa
Song Writer Raef Al Hasan Rafa

আমার স্বপ্নে তুমি, টুকরো ছায়া

আমার শূণ্যতার পৃথিবী

আমার জীবনে তুমি, স্বপ্নে ঘেরা এক ছোট্ট বাধা, অনুভূতি

একলা ঘরে জীবন বাঁধা শরীর, ক্লান্ত মন আমার অস্থির

শূণ্যতায় আঁধার স্বপ্নে তুমি, আমার খুব কাছে এসেছো

হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে

অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে

এই সুর বাজে আমার মনে, আমার শূণ্যতার গহীনে

এক অন্ধজীবনের রঙে আঁকা তোমার সেই ছবি

বৃষ্টিভেজা তুমি ক্লান্ত মনে হাঁটছো কেন একা পেছনে?

ফেলে যেতে ইচ্ছে হয় না আমার এই জীবনকে

হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে

অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে

হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে

অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ